দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানের কাবুলে ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে।

রাশিয়ান সংবাদ সংস্থা তাস সূত্রে এ খবর দিয়েছে ভারতের আনন্দবাজার অনলাইন ও জি-নিউজ।

আফগানিস্তানে আটকে পড়া ইউক্রেনবাসীদের উদ্ধার করতে কাবুলে নেমেছিল ইউক্রেনের বিমানটি। উড্ডয়নের পরই বিমানটি ছিনতাই করা হয়।

ইউক্রেন সরকার বিমান অপহরণের কথা স্বীকার করেছে।

জি-নিউজ জানায়, বিমানটিতে ছিলেন ৮৩ জন যাত্রী। আফগানিস্তান থেকে বিমানটি ইউক্রেনের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছিল।

ইউক্রেনের উপ-বিদেশমন্ত্রী ইভগেনি ইয়েনিন রুশ সংবাদসংস্থাকে জানিয়েছেন, রবিবার কিছু লোক ওই বিমানটি ছিনতাই করে। ইউক্রেনের পরিবর্তে সেটিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ইরানে।

তিনি বলেন, কাবুলে থাকা ইউক্রেনের নাগরিকদের আমরা দেশে ফেরাতে পারছি না।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৪আগস্ট, ২০২১)