দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিলো প্রেক্ষাগৃহ। দেড় বছর ধরে ঈদ বা পূজায় মুক্তি পায়নি কোনো সিনেমা। বর্তমানে প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিয়েছে সরকার। সিনেমা হল খোলার খবরে এরই মধ্যে আসলো নির্মাতা রাশিদ পলাশের দ্বিতীয় চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’ মুক্তির খবর। আগামী দুর্গা পূজা উপলক্ষে ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে নিউজজি’কে জানিয়েছেন রাশিদ পলাশ।

তিনি বলেন, ‘পদ্মাপুরাণ’ একটা যুদ্ধ ছিলো আমাদের জন্য। পদ্মা নদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছিলাম আমরা। পুরো টিমের আকুণ্ঠ সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না এ অসাধ্য সাধন। পুরো কৃতিত্ব টিমের। আসছে পূজায় সিনমোটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমা হলের পাশাপাশি দর্শক সিনেমাটি ওটিটি প্লাটফর্মেও দেখতে পাবে।

পূণ্য ফিল্মসের প্রযোজনায় সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, প্রসূন আজাদ, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, জয়রাজ, হেদায়েত নান্নু, সুচনা সিকদার, রেশমী, সাদিয়া তানজিন প্রমুখ।

রাশিদ পলাশের প্রথম চলচ্চিত্র ‘নাইওর’। নির্মাণাধীন রয়েছে তার তৃতীয় চলচ্চিত্র ‘প্রীতিলতা’। এতে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমণি। চলতি মাসেই সিনেমাটির বাকি থাকা শুটিং শুরুর কথা থাকলেও নায়িকা পরীমণি কারাগারে থাকার কারণে বর্তমানে এর নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

.(দ্য রিপোর্ট/আরজেড/২৫ আগস্ট, ২০২১)