মিরপুর চিড়িয়াখানায় মানুষের ঢল
দ্য রিপোর্ট ডেস্ক: করোনা মহামারির কারণে সাড়ে চার মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানা। শুক্রবার (২৭ আগস্ট) সকালে চিড়িয়াখানা খুলে দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে চিড়িয়াখানার পরিচালক ডা. আব্দুল লতিফ জানান, শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানা উন্মুক্ত থাকবে।
দীর্ঘদিন পর চিড়িয়াখানা খুলে দেওয়ায় দর্শনার্থীদের ভীড় চোখে পড়ার মতো ছিলো। অভিভাবকরা শিশুদের নিয়ে চিড়িয়াখানায় আসছেন। মানুষের পদচারণায় চিড়িয়াখানা যেন প্রাণ ফিরে পেয়েছে।
দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া হয়েছে। মাস্ক না পরলে কেউ টিকিট কাটতে ও প্রবেশ করতে পারবেন না। একইসংগে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
চলতি বছরে করোনা সংক্রমণ বাড়লে গত ২ এপ্রিল থেকে বন্ধ ঘোষণা করা হয় জাতীয় চিড়িয়াখানা। এর আগে ২০২০-এ আট মাস বন্ধ থাকার পর ১ নভেম্বর খুলে দেওয়া হয় বিনোদন কেন্দ্রটি।
.(দ্য রিপোর্ট/আরজেড/২৭ আগস্ট, ২০২১)