‘পারফরম্যান্স টেস্ট’ শেষে ডিপোতে ফিরেছে মেট্রোরেল
দ্য রিপোর্ট প্রতিবেদক: ভায়াডাক্টের ওপর দিয়ে আনুষ্ঠানিকভাবে চললো দেশের প্রথম মেট্রোরেল। রোববার (২৯ আগস্ট) সকাল ১১টার পর ছয়টি বগি নিয়ে দিয়াবাড়ি ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত গিয়ে আবার ডিপোতে ফিরে আসে বৈদ্যুতিক এই ট্রেন।
বেলা ১১টা ৫২ মিনিটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবুজ পতাকা উড়িয়ে ট্রেন চলাচলের শুভ সূচনা করেন।
ট্রেনটি দিয়াবাড়ি থেকে সর্বোচ্চ ২৫ কিলোমিটার বেগে পল্লবী স্টেশন ঘুরে আসে। এ সময় চলতি পথে মোট ৪টি স্টেশনে ট্রেনটি থামানো হয়।
পরীক্ষামূলকভাবে চলাচল করে সফলভাবে অল্প সময়ের মধ্যে ট্রেনটি ফিরে এসেছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস র্যাপিড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক।
এর আগে শুভ সূচনা অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল দৃশ্যমান হয়েছে। আগামী বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন করবেন। মেট্রো ট্রেন সেট পর্যায়ক্রমে নিয়ে আসা হবে। পাঁচমাস যাত্রীবিহীনভাবে ট্রায়াল করা হবে।
তিনি আরও বলেন, সমালোচকরা সমালোচনা করবে, আমরা কাজ দিয়ে জবাব দেবো। আমরা মেট্রোরেল, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে দিয়ে জবাব দেবো। আগামী বছর প্রধানমন্ত্রী ৩টি মেগা প্রজেক্টের উদ্বোধন করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস র্যাপিড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন এম সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের প্রতিনিধি, জাইকার বাংলাদেশ অফিস প্রধান ও মেট্রোরেলের পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তা উপস্থিত ছিলেন।
.(দ্য রিপোর্ট/আরজেড/২৯ আগস্ট, ২০২১)