আফগানিস্তানে ফিরলেন লাদেনের দেহরক্ষী
দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানে ফিরলেন ওসামা বিন লাদেনের বিশ্বস্ত দেহরক্ষী আমিন উল হক। আল কায়দার শীর্ষনেতা আমিন এক সময় লাদেনের ঘনিষ্ঠ ছিলেন। এমনকি তার প্রধান দেহরক্ষীর দায়িত্বও পালন করেছেন।
সোমবার সেই আমিনকে দেখা গেল সাদা গাড়িতে চড়ে তার আফগানিস্তানের ‘দেশের বাড়ি’তে ফিরতে। নানগরহর প্রদেশে আমিনের বাড়ি।
তার বাড়ি ফেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আফগানিস্তানের এক সাংবাদিক লিখেছেন- ‘তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর দেশে ফিরলেন আলকায়দার বড় নেতা আমিন উল হক।’
তোরা বোরার যুদ্ধ হয়েছিল ২০০১ সালে। আফগানিস্তানের মসনদে সেটা তালেবানের অন্তিম বছর। তার দশ বছর পর পাকিস্তানের অ্যাবটাবাদে আমেরিকার সেনাবাহিনীর গুলিতে নিহত হন ওসামা। সেই ঘটনার পর থেকে নানগরহরে আর দেখা যায়নি আমিনকে।
.(দ্য রিপোর্ট/আরজেড/৩১ আগস্ট, ২০২১)