দ্য রিপোর্ট প্রতিবেদক: একমি ল্যাবরেটরিজের পরিচিত বড়ি মোনাস-১০। এর প্রকৃত দাম ১৬ টাকা। কিন্তু ঠিক একই নাম, প্যাকেট ব্যবহার করে নকল মোনাস-১০ বিক্রি হচ্ছে ২ টাকা ২৫ পয়সায়। এ বড়ি ছড়িয়ে পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে।

নকল এ ধরনের বড়ি উৎপাদন, বাজারজাত করার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) লালবাগ বিভাগ।

রাজধানীর কাজলা, আরামবাগ ও মিটফোর্ড এলাকা থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির ভাষ্য, গ্রেপ্তারকৃতরা ঢাকার ভেতর ও বাইরের জেলাগুলোতে কারখানা স্থাপন করেন। তারা নকল ওষুধ উৎপাদন করে তা পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় পাইকারি দরে বিক্রি করে আসছিলেন।

ওই সাতজন হলেন তরিকুল ইসলাম, সৈয়দ আল মামুন, সাইদুল ইসলাম, মনোয়ার, আবদুল লতিফ, নাজমুল ঢালী ও সাগর আহমেদ মিলন।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একমি কোম্পানির মোনাস বড়ির ৭০০ বাক্স, স্কয়ার কোম্পানির সেকলোর ৫০ বাক্স, জেনিথ কোম্পানির ন্যাপ্রোক্সেন প্লাসের ৭৪৮ বাক্সসহ অন্য কিছু কোম্পানির বিপুলসংখ্যক নকল ওষুধ, এগুলো তৈরির মেশিন ও ওষুধের খালি বক্স উদ্ধার করা হয়েছে।

আসামিদের বৃহস্পতিবার আদালতে তুলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে ডিবি। এর পরিপ্রেক্ষিতে আদালত তাদের তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেয়।

.(দ্য রিপোর্ট/আরজেড/০৩ সেপ্টেম্বর, ২০২১)