পাকিস্তানের আফগান সীমান্তে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৩
দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানের আফগান সীমান্তে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণে থাকা রাজ্যের সীমানার নিকটবর্তী পাকিস্তানের কোয়েটায় এই বিস্ফোরণে ৩ সীমান্তরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর টিআরটির
খবরে বলা হয়েছে, কোয়েটা শহরের ওই এলাকায় মূলত শিয়া এবং হাজারা সম্প্রদায়ের মানুষরা সবজি বিক্রি করেন। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরকে ঠাসা বাইক নিয়ে নিরাপত্তারক্ষীদের কাছাকাছি এসে বিস্ফোরণ ঘটায় ওই হামলাকারী। হামলার টার্গেট ছিল মিলন ঘুন্ডির নিরাপত্তারক্ষী।
ডেপুটি পুলিশ জেনারেল আজহার আকরাম জানিয়েছেন, বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২০ জন।
হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সন্ত্রাসী গ্রুপ তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি। এই গোষ্ঠীকে পাকিস্তানের তালেবান বলে উল্লেখ করা হয়। আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর প্রথম কোনো হামলার দায় স্বীকার করলো পাকিস্তানি তালেবান খ্যাত এই গোষ্ঠী।
এর আগে সম্প্রতি পাকিস্তানের এক বাসে ভয়াবহ বিস্ফোরণে ১৩ যাত্রীর মৃত্যু হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন চীনা নাগরিক ছিলেন।
(দ্য রিপোর্ট/আরজেড/০৫ সেপ্টেম্বর, ২০২১)