ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে সিরিজে এগিয়ে গেলো ভারত
দ্য রিপোর্ট ডেস্ক: ৫ ম্যাচ সিরিজের ৪র্থ টেস্টে স্বাগতিকদের ১৫৭ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো কোহলির দল। শেষ দিনের শেষ সেশনে ইংলিশদের ২১০ রানে অল আউট করে জয় নিশ্চিত করে ভারত।
৪র্থ ইনিংসে ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৬৮ রানের লক্ষ্য দেয় টিম ইন্ডিয়া। আগের দিনই কোন উইকেট না হারিয়ে ৭৭ রান করে ফেলেন দুই ওপেনার রোরি বার্নস আর হাসিব হামিদ। এরপর ৫ম দিনের শুরুতে দুজনই হাফ-সেঞ্চুরি তুলে জয়ের সম্ভাবনা তৈরি করেন। তবে দলীয় ১০০ রানে বার্নস ৫০ করে আউট হলে মোড়ক লাগে ইংল্যান্ডের ইনিংসে। হাসিব হামিদ ৬৩ রান করে আউট হবার পর অধিনায়ক জো রুট ছাড়া আর কেউই ভারতীয় বোলারদের খেলতে পারেনি।
দিনের ২য় সেশনেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ইংলিশরা। উমেশ যাদবের ৩ আর বুমরাহ-শার্দুল-জাদেজাদের ২ উইকেট কোরে শিকারে ২১০ রানে অল আউট হয় তারা।
প্রথম ইনিংসে ভারতের করা ১৯১ রানের জবাবে ২৯০ রান করে ইংল্যান্ড। এরপর ২য় ইনিংসে ৪৬৬ রান করে ইংলিশদের ৩৬৮ রানের জয়ের লক্ষ্য দেয় কোহলির দল।
(দ্য রিপোর্ট/আরজেড/০৭ সেপ্টেম্বর, ২০২১)