দ্য রিপোর্ট প্রতিবেদক: পরিচ্ছন্নতাকর্মীরা যেন বংশানুক্রমে চাকরি পায়, সেই আইনের বাস্তবায়ন নিশ্চিতে একনেক সভায় জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সংযুক্ত হয়ে এ সভায় ওই নির্দেশনা দেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সংবাদ সম্মেলনে প্রকল্প নিয়ে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের সভায় প্রধানমন্ত্রী বলেছেন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য যে ফ্ল্যাট করা হবে তাতে যেন ভাড়া না নেওয়া হয়। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন ফ্ল্যাট গুলো রক্ষণাবেক্ষনের জন্য সামান্য কিছু ভাড়া নিতে হবে। পরে প্রধানমন্ত্রী বলেছেন, তাহলে একেবারে কম ভাড়া যেন নেওয়া হয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আরো বলেছেন শিল্প কিংবা আবাসনের বর্জ্য পরিশোধন ছাড়া নদীতে ফেলা যাবে না। প্রয়োজনে সমন্বিত ট্রিটমেন্ট প্ল্যান্ট করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উপকূলে বাঁধ কেটে যেন চিংড়ি চাষের প্রয়োজনীয় নোনা পানি ব্যবসায়ীরা ভেতরে প্রবেশ করাতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়াতে একনেক সভায় প্রধানমন্ত্রীর নির্দেশ দেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ সেপ্টেম্বর, ২০২১)