দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকাই সিনেমার চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। সমিতির বর্তমান কমিটির সভাপতি হলেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের পথে।

আসছে অক্টোবরে শেষ হচ্ছে বর্তমান কমিটির মেয়াদ। এরই মধ্যে হঠাৎ এফডিসিতে গুঞ্জন উঠেছে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে। ফিল্মপাড়ায় কান পাতলে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন, এবার নির্বাচনে অংশ নিতে পারেন সুপারস্টার শাকিব খান। চিত্রনায়িকা নিপুণকে সঙ্গে নিয়ে প্যানেল করবেন তিনি।

অন্যদিকে, বর্তমান কমিটিতেও আসবে পরিবর্তন। মিশা সওদাগর না, অভিনেতা ডিপজলকে সামনে রেখে এগিয়ে যাবেন জায়েদ খান। যদিও বিষয়টি নিয়ে অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। তবে বিশস্ত কয়েকটি সূত্র বিষয়টি জানিয়েছেন।

গুঞ্জন প্রসঙ্গে জানতে নিপুণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখনো কোনো কিছু চূড়ান্ত না। বর্তমান কমিটির মেয়াদ এখনো শেষ হয়নি। আমরা কিছু করলে অবশ্যই সবাইকে জানিয়ে করব। সমমনা শিল্পীরা আমরা আলাপ-আলোচনা করছি। আপাতত আমরা একটু সময় নিচ্ছি।’

অন্যদিকে ডিপজল এক সাক্ষাৎকারে বলেছেন, ‘শুধু শিল্পী সমিতি কেন, জীবনে আর কোনো নির্বাচনই করমু না। আমার শরীর ঠিক নাই। আগের মতন দৌঁড়ঝাপ করবার পারি না।’ নির্বাচন না করলেও জায়েদ খান প্যানেলের প্রতিই সমর্থন থাকবে বলেই জানান ডিপজল।

টানা দুইবার সভাপতি-সাধারণ সম্পাদক হিসেবে সমিতির দায়িত্বে আছেন মিশা সওদাগর ও জায়েদ খান। বিভিন্ন কারণে এ কমিটির ওপর অসন্তোষ প্রকাশ করেছেন অনেক শিল্পী। সম্প্রতি পরীমনিকাণ্ডে সমিতির নেওয়া সিদ্ধান্তের বিপক্ষেও কথা বলেছেন অনেকে। শোনা যাচ্ছে, আগামী নির্বাচনে শিল্পী সমিতিতে দাঁড়াতে পারেন চিত্রনায়িকা পরীমনিও।

এর আগে টানা দুইবার শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন শাকিব খান। মিশা-জায়েদ প্যানেলের প্রথম মেয়াদে কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করেছেন নিপুণ। শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে ওঠা গুঞ্জন প্রসঙ্গে জানতে বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগরের সঙ্গে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি তাকে। খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (৮ সেপ্টেম্বর) সকালের ফ্লাইটে আমেরিকা গেছেন এ অভিনেতা।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, শাকিব-নিপুণ প্যানেল থাকবে একাধিক চমক। সিনিয়র শিল্পীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন তারা। কমিটিতে থাকতে পারেন অনেক জনপ্রিয় মুখ। তবে এখনই মুখ খুলতে চান না কেউ। সবমিলিয়ে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে শিল্পীদের মাঝে। যার আঁচ পড়ছে ফিল্মপাড়ায়।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ সেপ্টেম্বর, ২০২১)