শীর্ষ দশে মুস্তাফিজ
দ্য রিপোর্ট ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশে। প্রথম দুই টি-টোয়েন্টিতে জয় তুলে নেয় টাইগাররা। যদিও তৃতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ায় কিউইরা। এতে জমে উঠেছে পাঁচ ম্যাচের সিরিজ। তবে চতুর্থ ম্যাচে ব্ল্যাকক্যাপস ব্যাটসম্যানদের কাবু করে ফেলেছে লাল-সবুজরা। বুধবার (৯ সেপ্টেম্বর) মাত্র ৯৩ রান তুলতে পেরেছে নিউজিল্যান্ড। মুস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন চারটি উইকেট। এতেই নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশি পেসার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা দশ উইকেট শিকারির তালিকায় জায়গা করে নিয়েছেন দ্য ফিজ খ্যাত এই তারকা। বর্তমানে তার উইকেট সংখ্যা ৭৫।
এই ম্যাচে নামার আগে মুস্তাফিজের উইকেট সংখ্যা ছিল ৭২টি। নিউজিল্যান্ডের স্পিনার ইশ শোধিকে পেছনে ফেলেছেন।
৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে সবার উপড়ে রয়েছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।
(দ্য রিপোর্ট/আরজেড/০৮ সেপ্টেম্বর, ২০২১)