সুযোগ পেয়েও ব্যর্থ সৌম্য
দ্য রিপোর্ট প্রতিবেদক: নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের চারটিতেই সুযোগ মেলেনি সৌম্য সরকারের। পঞ্চম ও শেষ ম্যাচে এসে সুযোগ মিলেছে চার খেলোয়াড়কে বিশ্রাম দেয়ায়।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রয়েছেন এই টাইগার ওপেনার। কিউইদের বিপক্ষে শেষ ম্যাচটা তাই সৌম্যর সামনে নিজেকে ফিরে পাবার ম্যাচও ছিল। তবে ব্যর্থ হয়েছেন।
নিউজিল্যান্ডের দেয়া ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার নাঈম শেখ ও লিটন দাসের জুটি ২৬ রানে ভাঙার পর ব্যাট করতে আসেন সৌম্য।
কিন্তু ইয়াককনিকের বলে ৯ বলে মাত্র ৪ রান করে রাচীন রবীন্দ্রর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাজঘরে। তার আগে লিটন দাস ফিরে গেছেন আজাজ প্যাটেলের বলে ১২ বলে ১০ রান করে কুগ্লেইনের হাতে ক্যাচ দিয়ে।
দলের বিপর্যয়ে নাঈম শেখও ফিরেছেন সাজঘরে। বেন সিয়ার্সের বলে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়েছেন ২১ বলে ২৩ রান করে। বাংলাদেশের সংগ্রহ ৭ ওভার ২ বলে ৩ উইকেটে ৩৯ রান।
(দ্য রিপোর্ট/আরজেড/১০ সেপ্টেম্বর, ২০২১)