দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ রোববার রাজধানীর মোহাম্মদপুরের কিছু এলাকায় গ্যাস সংযোগ বন্ধ থাকবে।

শনিবার তিতাস গ্যাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের সংস্কার কাজের জন্য রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা আওরঙ্গজেব রোড, শের শাহপুরী রোড, তাজমহল রোড এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় আশপাশের এলাকায় গ্যাসের চুলায় অল্প চাপ থাকতে পারে।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ সেপ্টেম্বর, ২০২১)