একসঙ্গে টিকা নিলেন যশ-নুসরাত
দ্য রিপোর্ট ডেস্ক: টালিউড অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহান একসঙ্গে করোনাভাইরাসের টিকা নিয়েছেন।
শনিবার কলকাতা পৌরসভা কার্যালয়ে গিয়ে টিকা নেন তারা। কলকাতার সংবাদমাধ্যমগুলো ছবিসহ খবরটি প্রকাশ করেছে।
গত ২৬ আগস্ট একটি পুত্রসন্তানের মা হয়েছেন নুসরাত জাহান। সরাসরি না বললেও এরইমধ্যে তিনি স্বীকার করেছেন, সন্তানটির পিতা যশ। যদিও তারা বিয়ে করেছেন কিনা, এ ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি।
কলকাতার পার্কস্ট্রিটের একটি হাসপাতালে জন্ম হয় নুসরাত পুত্রের। তিন দিন হাসপাতালে থাকার পর তাকে গাড়ি চালিয়ে বাড়িতে নিয়ে আসেন যশ। সে ছবি ও ভিডিও হয়েছিল ভাইরাল। এবার তাদের একসঙ্গে টিকা নেয়ার বিষয়টি উঠে এল আলোচনায়।
উল্লেখ্য, ২০১৯ সালে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত। তবে এক বছর যেতে না যেতেই সংসারটি থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। তাদের বিচ্ছেদ বিষয়ক একটি মামলা এখনো আদালতে চলমান রয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১২ সেপ্টেম্বর, ২০২১)