আলজেরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৮
দ্য রিপোর্ট ডেস্ক: আলজেরিয়ার নামা প্রদেশে রবিবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
নামা প্রদেশের আল-মাশরিয়াহ জেলায় মহাসড়কে একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে বলে প্রতিবেদন প্রকাশ করে গালফ নিউজ।
ওই প্রতিবেদনে বলা হয়, আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গত ৯ জুলাই দেশটির পশ্চিমাঞ্চলে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছিলেন।
কয়েক মাসের ব্যবধানে দেশটিতে বেশ কয়েকটি এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। আলজেরিয়ান নিউ এজেন্সি জানায়, গত এক সপ্তাহে দেশটিতে সহস্রাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং দেড় হাজার মানুষ আহত হয়েছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/১৩ সেপ্টেম্বর, ২০২১)