কারওয়ান বাজারে ট্রাক চাপায় রিকশাচালক নিহত
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় ফরহাদ আলী মন্তাজ (২৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ফুপা খোকন মিয়া জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করি।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার জয়নগর গ্রামে। নিহত মন্তাজের বাবার নাম মকবুল হোসেন। বর্তমানে লালবাগের শহীদ নগর এলাকার ২০৬/ সি নম্বর বাসায় ভাড়া থাকতেন মন্তাজ। সে এক ছেলে, এক মেয়ের জনক।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে এ বিষয়ে জানানো হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৮ সেপ্টেম্বর, ২০২১)