দ্য রিপোর্ট প্রতিবেদক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, চাকরির আবেদনে কাগজপত্র সত্যায়ন প্রক্রিয়াটি ধীরে ধীরে উঠে যাবে। এগুলোর বিকল্প ব্যবস্থা চলে আসবে। শনিবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমের সাথে আরাপকালে এ কথা জানান তিনি।

ফরহাদ হোসেন বলেন, সত্যায়ন প্রক্রিয়ায় কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য আমরা কাজ করছি। আমরা ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করেছি। এগুলো সহজ হয়ে যাবে। ভবিষ্যতে সত্যায়ন প্রক্রিয়া পুরোপুরি তুলে দেওয়ার পরিকল্পনা আছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, কাগজপত্র সত্যায়িত করার পরিবর্তে আমরা কিছু গোপন কোড দেব। তাহলে সেখানে এগুলো থাকবে না। এছাড়া যখন সে (চাকরিপ্রার্থী) কাগজপত্রের কপি জমা দেবে, এরপর ভেরিফিকেশন হবে। তখন তথ্য ভুল দিলে ধরা পড়বে। তবে অরিজিনাল কপিটাই আমরা রাখতে চাইব ভবিষ্যতে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ সেপ্টেম্বর, ২০২১)