বিগ বস ওটিটি জিতলেন দিব্যা আগরওয়াল
দ্য রিপোর্ট ডেস্ক: শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে বিগ বস ওটিটির গ্র্যান্ড ফিনালে। বিজয়ী হওয়ার দৌড়ে ছিলেন পাঁচ টপ ফাইনালিস্ট- শমিতা শেঠি, প্রতীক সহজপাল, দিব্যা আগরওয়াল, নিশান্ত ভাট ও রাকেশ বাপাট। তবে শেষ হাসি হেসেছেন দিব্যা।
ফাইনালের দিন নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নেন প্রতীক। এর ফলে বিগ বসের যে সিজনটি টিভিতে সম্প্রচারিত হবে, সেই সিজনে সরাসরি এন্ট্রি হয়ে যায় তার। একই সঙ্গে দিব্যা বিজয়ী হওয়ায় তিনিও পেয়ে যান সালমান খান সঞ্চালিত এবারের বিগবস সিজনে সরাসরি এন্ট্রি। এখানেই শেষ নয়, পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি দিব্যা পেয়েছেন ২৫ লাখ রুপি। প্রথম রানার আপ হয়েছেন নিশান্ত ভাট। তৃতীয় অভিনেত্রী শিল্পা শেঠির বোন অভিনেত্রী শমিতা শেঠি।
এবারই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে ‘বিগ বস’ অনুষ্ঠিত হয়। সঞ্চালনায় ছিলেন নির্মাতা করন জোহর। গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি ছিলেন জেনেলিয়া ডিসুজা ও রিতেশ দেশমুখ।
(দ্য রিপোর্ট/আরজেড/১৯ সেপ্টেম্বর, ২০২১)