টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্যে মুগ্ধ পূজা চেরি
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরির দেখা মিললো টাঙ্গুয়ার হাওরের জলে। ইঞ্জিনচালিত ট্রলারে বসে দূর আকাশের দিকে তাকিয়ে আছেন অভিনেত্রী। মনে হচ্ছিল কোনো এক গল্পের মাঝে ডুব দিয়েছেন এই অভিনেত্রী।
তবে পূজার টাঙ্গুয়ার হাওরে যাওয়ার কারণ একটি সিনেমা। যার নাম ‘হৃদিতা’। সিনেমাটির একটি গানের শুটিং করতেই সেখানে গত ১৮ সেপ্টেম্বর সেখান যান পূজা। সঙ্গে আছেন সিনেমার নায়ক এবিএম সুমন, পরিচালকসহ একটি টিম।
২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান। সে সূত্রে জানা যায়, সিনেমাটির শুটিং শেষ হয়ে গেলেও একটি গানের শুটিং এখনো বাকি। সেই গানের শুটিং করতেই তাদের টাঙ্গুয়ার হাওরে যাওয়া।
আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ উপন্যাস থেকে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর মাধ্যমে প্রথমবার এবিএম সুমনের সঙ্গে জুটি বেঁধেছেন পূজা।
(দ্য রিপোর্ট/আরজেড/২২ সেপ্টেম্বর, ২০২১)