মুক্তি পেল টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং
দ্য রিপোর্ট ডেস্ক: মু্ক্তি পেয়েছে আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘লাইভ দ্য গেম’।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আইসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের জন্য তৈরি এই থিম সং।
গানটি কম্পোজ করেছেন ভারতের প্রখ্যাত সংগীত পরিচালক অমিত ত্রিবেদী। এই থিং সং-য়ের ক্যাম্পেইন ফিল্মে অ্যানিমেটেড চেহারায় দেখা যাবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড, আফগানিস্তানের স্পিনার রশিদ খান ও অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে।
এই থিম সং-য়ের এমিনেশন তৈরিতে মোট ৪০ জন কর্মী কাজ করেছেন। থিম সং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পোলার্ড-ম্যাক্সওয়েলরা।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’য়ের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।
২০১৬ সালের পর এবারই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হচ্ছে। গত বছর অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের এই বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও করোনা মহামারিতে তা বাতিল হয়ে যায়। এবারের আসর হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। কিন্তু একই কারণে তা সরিয়ে নেওয়া হয়েছে মরুর বুকে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৩ সেপ্টেম্বর, ২০২১)