দ্য রিপোর্ট প্রতিবেদক: দুর্গাপূজা উপলক্ষে ভারতে আরো দুই হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আজ (বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় এই অনুমোদন দেয়।

জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২৫২০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। ৬৩টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ৪০ টন করে ইলিশ রপ্তানির সুযোগ পাবেন। কোনো ব্যবসায়ী অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি রপ্তানি করতে পারবেন না।

এর আগে, সোমবার (২০ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২০৮০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়। ৫০টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪০ টন করে ইলিশ রপ্তানির সুযোগ দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ সেপ্টেম্বর, ২০২১)