৪ অপহরণকারীকে হত্যার পর লাশ প্রকাশ্যে ঝুলিয়েছে তালেবান
দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানে চার অপহরণকারীকে হত্যার পর তাদের লাশ প্রকাশ্যে ঝুলিয়েছে তালেবান।
শনিবার দেশটির পশ্চিমের শহর হেরাতে এ ঘটনা ঘটেছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
হেরাতের ডেপুটি গভর্নর মৌলবি শির আহমাদ মুহাজির জানিয়েছেন, কাউকে অপহরণ করা হলে তা বরদাশত করা হবে না জানাতে শহরের বিভিন্ন স্থানে চার জনের মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল।
তিনি বলেন, শনিবার সকালে নিরাপত্তা বাহিনী জানতে পারে এক ব্যবসায়ী ও তার ছেলে অপহরণ করা হয়েছে। পুলিশ দ্রুত নগরী থেকে বাইরে যাওয়ার পথগুলো বন্ধ করে দেয়। একটি তল্লাশি চৌকিতে তালেবান এক ব্যক্তিকে থামানোর পর সে গুলি ছোড়ে। তালেবান সদস্যরা পাল্টা গুলি ছুড়লে সেখানে বন্দুযুদ্ধ শুরু হয়ে যায়। আমাদের এক মুজাহিদ আহত হয়েছে এবং চার অপহরণকারী নিহত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, একটি ট্রাকে তিনটি রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে। আরেকটি মৃতদেহ ক্রেনে ঝুলিয়ে রাখা হয়েছে।
একটি ভিডিওতে দেখা গেছে, একটি মৃতদেহের গলায় ঝুলানো প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ‘অপহরণকারীদের এভাবে শাস্তি দেওয়া হবে।’
গত মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই প্রথম কোনো অপরাধে কঠোর শাস্তি দিলো। -ডেইলি মেইল
(দ্য রিপোর্ট/আরজেড/২৬ সেপ্টেম্বর, ২০২১)