প্রধানমন্ত্রীর জন্মদিনে শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্মারক বৃক্ষ’ রোপণের নির্দেশ
দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ‘স্মারক বৃক্ষ’ রোপণ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (২৭ সেপ্টেম্বর) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরীর স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়েছে, দিবসটি উপলক্ষে মাউশির আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসসমূহের বিশেষ স্থানে এই ‘স্মারক বৃক্ষ’ রোপণ করতে হবে।
উল্লেখ্য, দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ২৮ সেপ্টেম্বর। তিনি ১৯৪৭ সালের এদিন গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
(দ্য রিপোর্ট/আরজেড/২৭ সেপ্টেম্বর, ২০২১)