চাঁদপুরে কলকাতার কৌশানী
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশের ‘পিয়া রে’ সিনেমায় অভিনয় করছেন টলিউডের দর্শকপ্রিয় চিত্রনায়িকা কৌশানী মুখোপাধ্যায়। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার বিমানবন্দরে নেমেছেন কলকাতার এই অভিনেত্রী।
জানা গেছে, বিমান থেকে নেমেই শুটিংয়ে অংশ নিতে সরাসরি চলে যান শুটিংস্পট চাঁদপুর। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) থেকে পুরোদমে শুটিং করবেন কলকাতার নায়িকা। এতে তার বিপরীতে আছেন শান্ত খান। চাঁদপুরে একটানা সিনেমার কাজ চলবে। সিনেমাটিতে আরো রয়েছে রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ আরো অনেকে।
এর আগে, শাপলা মিডিয়ার প্রযোজনায় শামীম আহমেদ রনির পরিচালনায় টালিগঞ্জের সিনেমা ‘লাভ ভেলকী লাগ’ ও ‘ছুটি’ সিনেমায় অভিনয় করেছেন কৌশানী; তার বিপরীতে কাজ করেছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত।
‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমা মাধ্যমে চলচ্চিত্র ভুবনে পা রাখেন কৌশানী। ২০১৫ সালে অভিষেকের পর নায়ক বনি সেনগুপ্তের সঙ্গেই জুটি হয়ে করেছেন বেশ কয়েকটি সিনেমা। এছাড়া দেব এবং সোহমের বিপরীতেও দেখা গেছে তাকে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৮ সেপ্টেম্বর, ২০২১)