দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানি মিডিয়ায় খবর ছড়িয়েছিল ইনজামাম-উল-হকের হার্ট অ্যাটাক হয়েছে। যে কারণে সাবেক এ ক্রিকেটার ভর্তি হয়েছেন হাসপাতাল। তবে বুধবার বাড়ি ফিরে তিনি বললেন, রুটিন চেক-আপ করাতেই হাসপাতালে গিয়েছিলেন। এনজিওপ্লাস্টির পর এখন ভালো আছেন বলে জানিয়েছেন সাবেক এ তারকা।

মঙ্গলবার বাড়ি ফিরে নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, ‘আমি দেখিনি, তবে শুনেছি যে কেউ বলেছে আমার হার্ট অ্যাটাক হয়েছিল বা এরকম কিছু। আসলে তা নয়। স্রেফ রুটিন চেক-আপের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেখানে ডাক্তার বললে এনজিওগ্রাফি করতে হবে, কারণ সমস্যা মনে হচ্ছে। এনজিওগ্রাফি করে ধমনীতে ব্লক ধরা পড়ায় ডাক্তার বলেন যে স্টেন্ট বসাতে হবে।’

ইনজি আরও বলেন, ‘বেশ সহজেই তা হয়ে গেছে। ১২ ঘণ্টা হাসপাতালে থেকেই বাড়ি ফিরে আসতে পেরেছি। আমার শরীর ও সবকিছু ঠিক আছে। ভালো আছি।’

সুস্থতার জন্য যারা প্রার্থনা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন ইনজামাম।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ সেপ্টেম্বর, ২০২১)