হেরেই চলেছে মুস্তাফিজদের রাজস্থান
দ্য রিপোর্ট ডেস্ক: আইপিএলের আমিরাত পর্বে প্রথম ম্যাচে জয় পেয়েছিল রাজস্থান রয়্যালস। এরপর হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে তারা। বুধবার রাতেও তারা হার মেনেছে। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের হারিয়েছে ৭ উইকেটের ব্যবধানে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে গ্লেন ম্যাক্সওয়েল ও শ্রীকার ভারতের ব্যাটে ভর করে ৭ উইকেট ও ১৭ বল হাতে রেখে জয় পায় বেঙ্গালুরু।
ব্যাট হাতে বেঙ্গালুরুর ম্যাক্সওয়েল ৩০ বলে ৬ চার ও ১ ছক্কায় অপরাজিত ৫০ রান করেন। ভারত ৩৫ বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৪৪ রান। এ ছাড়া বিরাট কোহলি ২৫ ও দেবদূত পাড্ডিকাল ২২ রান করেন।
বেঙ্গালুরুর ৩টি উইকেটের ২টিই নেন মুস্তাফিজুর রহমান। অন্যটি যায় রান আউটের খাতে।
তার আগে রাজস্থানের ইনিংসে টপ অর্ডারে ৩ ব্যাটসম্যান রান পান। তার মধ্যে এভিন লুইস ৩৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন। ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করেন যশস্বী জয়সাল। আর ১৯টি রান আসে সঞ্জু স্যামসনের ব্যাট থেকে। এ ছাড়া ১৪ রান করেন ক্রিস মরিস। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
বল হাতে বেঙ্গালুরুর ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন যুজবেন্দ্র চাহাল ও শাহবাজ আহমেদ।
৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন চাহাল।
(দ্য রিপোর্ট/আরজেড/৩০ সেপ্টেম্বর, ২০২১)