মুহিবুল্লাহ হত্যা: সেলিম নামে একজন আটক
দ্য রিপোর্ট প্রতিবেদক: রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সেলিম নামে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ (শুক্রবার, ১ অক্টোবর) বেলা ১১টায় লম্বাশিয়া ক্যাম্পের আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা ওই ব্যক্তিকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বুধবার রাতে লম্বাশিয়া ক্যাম্পে নিজের কার্যালয়ে বন্দুকধারীদের হাতে খুন হন মুহিবুল্লাহ। এ ঘটনায় নিহতের ভাই হাবিুল্লাহ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে উখিয়া থানায় মামলা দায়ের করেছে। তবে মামলায় কোনও নাম উল্লেখ করা হয়নি। সব আসামিকে অজ্ঞাত দেখানো হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/০১ অক্টোবর, ২০২১)