দেশে এলো অ্যাস্ট্রাজেনেকার আরো ৮ লাখ ডোজ টিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি আরো ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা দেশে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (২ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে জার্মানি থেকে টিকা নিয়ে কাতার এয়ারওয়েজের একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
টিকা গ্রহণ করতে বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা দেয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে ৬৮ লাখ ৩৯ হাজার ৮২৫ ডোজ।
এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন। আর পুরো সেপ্টেম্বরে দেয়া হয়েছে ২ কোটি ৩৭ লাখ ১০ হাজার ৪৪ ডোজ।
এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। এছাড়া, এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৭২৮ জন।
(দ্য রিপোর্ট/আরজেড/০৩ অক্টোবর, ২০২১)