তিন বান্ধবী উধাওয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
দ্য রিপোর্ট প্রতিবেদক: কলেজপড়ুয়া তিন বান্ধবী নিজ বাসা থেকে টাকা, স্বর্ণালঙ্কার ও শিক্ষা সনদ নিয়ে উধাও হওয়ার ঘটনায় রাজধানীর পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। শনিবার (০২ অক্টোবর) রাতে চারজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়।
নিখোঁজ শিক্ষার্থী কাজী দিলখুশ জান্নাত নিসার বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- মো. তরিকুল্লাহ (১৯), মো. রকিবুল্লাহ(২০), জিনিয়া ওরফে টিকটক জিনিয়া (১৮), শরফুদ্দিন আহম্মেদ আয়ন (১৮)। এ ছাড়াও মামলায় চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
নিখোঁজ তিন বান্ধবীকে তিন দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) সজিব খান বলেন, এ ঘটনায় পল্লবী থানায় শনিবার রাত ৯টার দিকে মামলা হয়েছে। আসামি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি রকিবুল জানিয়েছেন, ওই তিন বান্ধবী বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছেন। তাদের উদ্ধার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় পরিবারের কাউকে কিছু না বলে তিন ছাত্রী নিজ বাসা থেকে বের হন। বের হওয়ার সময় সবাই বাসা থেকে কয়েক লাখ টাকা, গহনা, স্কুল সার্টিফিকেট ও দামি মোবাইল নিয়ে যান।
একই ঘটনায় ওই তিন ছাত্রীর একজনের মা শুক্রবার (১ অক্টোবর) পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেন।
(দ্য রিপোর্ট/আরজেড/০৩ অক্টোবর, ২০২১)