চট্টগ্রামে মা-মেয়েকে জবাই করে হত্যা, আটক ২
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ কলোনিতে মা-মেয়েকে ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন- মা রিজিয়ান খাতুন (৫০) ও মেয়ে সায়েমা নাজনীন নিশান (১৮)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
আহত অবস্থায় সোমবার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
হালিশহর থানার এসআই সাইফুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মা-মেয়েকে হাত-পা বেঁধে জবাই ও চুরিকাঘাতে হত্যার চেষ্টা করে। সকাল ১১টার দিকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মা-মেয়ের মৃত্যু হয়। তারা আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭নং সড়কের পদ্ম ভবনের ১২৯নং বাড়িতে থাকতেন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, দুই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে জানি না।
হালিশহর থানার এসআই সাইফুল জানান, জিজ্ঞাসাবাদের জন্য ভবনের দুই দারোয়ানকে আটক করা হয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচএস/জেএম/শাহ/মার্চ ২৪, ২০১৪)