বাবরের নতুন রেকর্ড, পেছনে ফেললেন গেইলকে
দ্য রিপোর্ট ডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটের জনপ্রিয় ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে পিছনে ফেলে নতুন এক রেকর্ড গড়লেন পাকিস্তানের বাবর আজম। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অর্ধশতক হাঁকানোর মধ্য দিয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন তিনি।
নতুন এই রেকর্ড গড়তে গিয়ে তিনি ভেঙেছেন ইউনিভার্সাল বস গেইলের রেকর্ড। গেইল ১৯২তম টি-টোয়েন্টি ম্যাচে ৭ হাজারি ক্লাবে প্রবেশ করেছিলেন। বাবর এই ক্লাবে নাম লেখালেন ১৮৭তম ম্যাচেই।
চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের ১৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সেন্ট্রাল পাঞ্জাব ও সাউদার্ন পাঞ্জাব। টস আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সেন্ট্রাল পাঞ্জাবের অধিনায়ক বাবর। ১৮.৪ ওভারে অলআউট হয় সাউদার্ন পাঞ্জাব, সংগ্রহ করে মাত্র ১১৯ রান।
উল্লেখ্য, সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে বাবরের সংগ্রহ মোট ৭০৫৫ রান। যারমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর করেছেন ২২০৪ রান। আন্তর্জাতিকে একটি সেঞ্চুরিসহ মোট ৬টি সেঞ্চুরি আছে তার নামের পাশে। মোট হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন ৫৯টি।
(দ্য রিপোর্ট/আরজেড/০৪ অক্টোবর, ২০২১)