দ্য রিপোর্ট প্রতিবেদক: "মু্ক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপিত হোক দারিদ্র্যমুক্ত বাংলাদেশে।" এই প্রত্যয়ে উজ্জীবিত হয়ে গত ২৮ অক্টোবর ২০২১ তারিখে সকল গণতান্ত্রিক নিয়মনীতি চর্চার মাধ্যমে প্রত্যাশা ২০২১ ফোরাম'র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচনে দুলাল বিশ্বাস সভাপতি, মাশুক শাহী সদস্য সচিব শিউলী শর্মা সাংগঠনিক সচিব এবং ইকবাল হোসেন শিমুল অর্থ সচিব সহ এই প্যানেলের ৩১ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বচিত হয় এবং গত ২ অক্টোবর ২০২১ তারিখে অনুস্ঠিত ফোরামের ১০ম জাতীয় সম্মেলনে তা সর্বসম্মত ভাবে অনুমোদিত হয়।

ক্ষুধা ও দারিদ্র্যমু্ক্তির মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রায় এই নব নির্বাচিত কমিটি কার্যকর ও সুদূর প্রসারী ভূমিকা রাখতে অঙ্গীকারাবদ্ধ।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ অক্টোবর, ২০২১)