‘রোহিঙ্গা ক্যাম্পে অনাকাঙ্খিত ঘটনা বন্ধে শক্ত অবস্থানে সরকার’
দ্য রিপোর্ট প্রতিবেদক: রোহিঙ্গা ক্যাম্পে অনাকাঙ্খিত ঘটনা ঠেকাতে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
বুধবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মুহিবুল্লাহ ইস্যুটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সীমান্তে অস্থিরতা নিয়ন্ত্রণে সরকার সর্তক। মানবপাচার, মাদক ও অস্ত্র পাচার রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে তিনি বলেন, প্রত্যাবাসনে আশা করার মতো কিছু একটা হবে। দিন ক্ষণ ঠিক না হলেও ভাসানচরে জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর খুব শিগগিরই কাজ শুরু করবে।
মন্ত্রী বলেন, রোহিঙ্গারা নিজ দেশে চলে যেতে চায়। তবে দেশের অন্য জেলায় তাদের পাওয়া যাচ্ছে। এই বিষয়টি অতিরঞ্জিত।
তালেবান ইস্যুতে মন্ত্রী বলেন, বিষয়টি এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের সমর্থনের বিষয়টিতে তাড়াহুড়োর কিছু নেই।
সংবাদ সম্মেলনে রুমানিয়া প্রসঙ্গে তিনি বলেন, দেশটি লেবার মার্কেট হিসেবে প্রতিষ্ঠিত। সেখানে লেবার মার্কেট এবং বিনিয়োগ আরো বাড়ানোর উদ্দেশে সরকার কাজ করছে।
(দ্য রিপোর্ট/আরজেড/০৬ অক্টোবর, ২০২১)