চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ফারুক (২৭) নামে এক বাইসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার সাধনপুর এলাকার বদরশাহ দরগাহর সামনে সোমবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন মো. হেলাল (৩০) নামে আরও একজন। নিহত ফারুক দক্ষিণ সাধনপুর এলাকার সাবেক মেম্বার মৃত সাহেব মিয়ার ছেলে।
বাঁশখালী থানার ওসি কামরুল হাসান জানান, শহরগামী বাঁশখালী স্পোশাল সার্ভিসের একটি দ্রুতগামী বাসের সঙ্গে বাইসাইকেলের ধাক্কা লাগে। এ সময় সাইকেল আরোহী ফারুক বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।
(দ্য রিপোর্ট/কেএইচ/এমসি/এজেড/মার্চ ২৪, ২০১৪)