দ্য ‍রিপোর্ট ডেস্ক: দুর্নীতির অভিযোগ এবং তদন্ত চলাকালীন পদত্যাগ করলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ। তিনি তার স্থলাভিষিক্ত হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গের নাম প্রস্তাব করেছেন।

স্থানীয় সময় শনিবার (৯ অক্টোবর) পদত্যাগ করেন তিনি। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেন এই নেতা।

সরকারি অর্থ, নিজ দলের রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছিল সেবাস্তিয়ান কুর্জের বিরুদ্ধে। এ ঘটনায় সেবাস্তিয়ানসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।

গত বুধবার অস্ট্রিয়ার ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড করাপশনবিষয়ক প্রসিকিউটর কার্যালয় এক বিবৃতিতে জানায়, সেবাস্তিয়ান কুর্জসহ ১০ জন এবং ৩টি সংস্থার বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ, দুর্নীতি ও ঘুসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় তদন্ত করা হচ্ছে। সূত্র: বিবিসি

(দ্য রিপোর্ট/আরজেড/১০ অক্টোবর, ২০২১)