পলাশবাড়ীতে ইসলামী ব্যাংকের ৩৭৫তম শাখার শুভ উদ্বোধন
দ্য রিপোর্ট প্রতিবেদক: মানুষের কল্যাণে শিল্পের ক্রমোন্নয়নের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জনপদ গাইবান্ধার পলাশবাড়ীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৭৫তম শাখা শুভ-উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল।
আজ সোমবার (১১ অক্টোবর) সকালে পৌরশহরের কালীবাড়ী বাজার রোড রাজিয়া চৌধুরী শপিং মল-এ ব্যাংকের ৩৭৫তম শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত পরবর্তী প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মো. মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ৪৫৬টি সেবা নিয়ে দেশের প্রতিটি সেক্টরে সবসময় গুরুত্বপূর্ণ নিরলস ভূমিকা পালন করে যাচ্ছে। ১৯৭৪ সালে ওআইসি সম্মেলনে বক্তব্যের আলোকে গোটা বিশ্বের ন্যায় বাংলাদেশেও ইসলামী ব্যাংক শাখা প্রতিষ্ঠার প্রস্তাব পেশ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরই আলোকে বিগত ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ব্যাংকটি সমগ্র দেশের জনমানুষের জনপ্রিয় ব্যাংক হিসেবে ১ কোটি ৬০ লাখ গ্রাহককে সেবাদান করে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের ধারাবাহিকতায় তাঁর প্রতিশ্রুত করোনাকালে প্রনোদনার অর্থ প্রদান অব্যাহত রেখেছে ব্যাংকটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ব্যাংকের এসপিও এবং অত্র শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম।
এরআগে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান, ব্যাংকের বগুড়া জোনাল অফিসের সিনিয়র অফিসার মো. আরাফাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মো. আব্দুস সোবহান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি নির্মল মিত্র, মেরীরহাট উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-স্বাস্থ্য সহকারী ডলি রাণী, পলাশবাড়ীর ফ্যামাস ফ্যাশন হাউজের কর্ণধর নারী ব্যবসায়ী উদ্যোক্তা তাজনীন সুলতানা ও আল-আমিন ট্রেডার্সের কর্ণধর বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী আল-আমিন প্রধান। প্রধান অতিথির নেতৃত্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ এসময় ফিতা কেটে ব্যাংক শাখা ছাড়াও ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক শুভ-উদ্বোধন করেন। শেষে ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রমের সার্বিক সফলতা এবং দেশের সার্বিক অগ্রগতি-সমৃদ্ধিসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন থানা কেন্দ্রীয় জামে মসজিদ পেশ ইমাম হাফেজ মাও. মোস্তাফিজুর রহমান রাজা।
(দ্য রিপোর্ট/আরজেড/১১ অক্টোবর, ২০২১)