সবাই যেন ধর্ম পালন করতে পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের সবাই যেন সবার ধর্ম পালন করতে পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে। এমন মন্তব্য করেছন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপে একথা বলেন মন্ত্রী। বলেন, এবার সারা দেশে ৩০ হাজার ৫০০টি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
সন্ধ্যায় নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে দেবী দুর্গাকে ধরণীতে আবাহন জানান সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর বনানী পূজামণ্ডপে ঢাকঢোল আর বাদ্যের তালে দেবীকে বরণ করেন ভক্তরা। এ সময়, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন ভারতীয় হাইকমিনার বিক্রম কুমার দোরাইস্বামী। পরে, তিনি বলেন, সব ধর্মের উৎসব পালনে বাংলাদেশে অসাম্প্রদায়িকতার পরিচয় পাওয়া যায়।
এ সময়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, মিরপুরে অত্যাধুনিক শ্মশান ঘাট তৈরি করা হয়েছে। শিগগিরই এর উদ্বোধন করা হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/১২ অক্টোবর, ২০২১)