আরিয়ানের সঙ্গে দেখা করার সুযোগ পাননি শাহরুখ-গৌরী
দ্য রিপোর্ট ডেস্ক: আরিয়ান গ্রেফতার হওয়ার এখনো বাবা শাহরুখ খান ও মা গৌরির সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি তাকে। শাহরুখের এক ঘনিষ্ঠ বন্ধু বিষয়টি গণমাধ্যমের কাছে জানিয়েছেন।
মুম্বাইয়ের আর্থার রোডের জেলে আছেন আরিয়ান। তার মা গৌরি প্রশ্ন, তার ছেলেকে কেন দুর্র্ধষ অপরাধীর সঙ্গে রাখা হয়েছে।
২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী এক বিলাসবহুল প্রমোদতরি থেকে আটক করা হয় বলিউড তারকা শাহরুখের বড় ছেলে আরিয়ানসহ কয়েকজনকে। তবে আলোচনা বেশি হচ্ছে আরিয়ান ও তার পরিবারের সদস্যদের নিয়ে। আরিয়ানের আগে কোনো অপরাধের রেকর্ড নেই।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) জানিয়েছে, আরিয়ান প্রমোদতরীতে মাদক পার্টিতে যোগ দিয়েছিলেন। প্রমোদতরী থেকে অভিনেতা আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাসহ আরও ১৭ জনকে গ্রেফতার করেছে এনসিবি।
(দ্য রিপোর্ট/আরজেড/১৩ অক্টোবর, ২০২১)