দ্য ‍রিপোর্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইয়ন মরগান। এদিন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান।

এই দুদলের হাতেই মজুদ রয়েছে ৫টি শিরোপা। এবার ৬ষ্ঠ শিরোপা যাবে তাদের ঘরে। তবে সেই শিরোপাটি জিতবে কে? চেন্নাই সুপার কিংস নাকি কলকাতা নাইট রাইডার্স? মহেন্দ্র সিং ধোনি কি তার ক্যারিয়ারের শেষ আইপিএলটা শিরোপা দিয়ে রাঙাবেন নাকি বিশ্বকাপের পর আইপিএল শিরোপাটাও হাতে তুলে নেবেন ইয়ন মরগ্যান।

কলকাতা নাইট রাইডার্স: শুভমান গিল, ভেঙ্কেটেশ আইয়ার, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক, ইয়ন মরগান, সাকিব আল হাসান, সুনীল নারিন, লোকি ফার্গুসন, শিভাম মাভি, বরুণ চক্রবর্তী।

চেন্নাই সুপার কিংস: ফাফ ডু প্লেসি, রুতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, মঈন আলি, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার এবং জস হ্যাজেলউড।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ অক্টোবর, ২০২১)