বিশ্বকাপে সর্বোচ্চ রান করলো বাংলাদেশ
দ্য রিপোর্ট ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে বাংলাদেশ তাদের শেষ ম্যাচে রেকর্ড স্কোর করলো। মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরি, সাকিব আল হাসানের কার্যকরী ইনিংসের পর আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের ছোট্ট ঝড়ে ৭ উইকেটে ১৮১ রান করেছে তারা।
২০১৬ সালের বিশ্বকাপে ওমানের বিপক্ষে ২ উইকেটে করা ১৮০ রান এতদিন ছিল বিশ্ব মঞ্চে বাংলাদেশের সর্বোচ্চ।
ইনিংসের দ্বিতীয় বলে মোহাম্মদ নাঈম আউট। এই ধাক্কা দারুণভাবে সামলে নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান সাকিব আল হাসান ও লিটন দাস। কার্যকরী ইনিংসের ইঙ্গিত দিলেও হতাশ করেন লিটন। ৪১ বলে ৫০ রানের জুটি ভাঙে তার বিদায়ে, ২৩ বলে করেন ২৯ রান। এরপর সাকিব হাফ সেঞ্চুরির পথে ছুটতে গিয়েও ব্যর্থ হলেন। ৪৬ রান করেন তিনি।
মাহমুদউল্লাহ ও আফিফ হোসেনের ২৩ বলে ৪৩ রানের জুটি ছিল দুর্দান্ত। বাংলাদেশের অধিনায়ক ২৭ বলে করেন হাফ সেঞ্চুরি। তার ৫০ রানের ইনিংস থামে আরেকটি বল খেলে। শেষ ওভারের শেষ দুটি বলে টানা দুটি ছয় মারেন। শেষ বলটি নো হলে চার মেরে ইনিংস শেষ করেন সাইফউদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৮১/৭
(দ্য রিপোর্ট/আরজেড/২১ অক্টোবর, ২০২১)