শাহবাগে সনাতন ধর্মাবলম্বীদের সড়ক অবরোধ
দ্য রিপোর্ট প্রতিবেদক: পূজামণ্ডপে হামলার প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন। আজ বিকেল ৪টার পর শাহবাগ মোড়ের রাস্তায় বসে বিভিন্ন স্লোগান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদ শুরু করেন তারা।
এদিকে প্রতিবাদ সমাবেশের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কাঁটাবন, ফার্মগেট, বিজয়নগর, কাকরাইল, মালিবাগ, বেইলি রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ।
শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন বলেন, দুপুর থেকে হিন্দুদের বিভিন্ন সংগঠন শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। বিকেল ৪টার দিকে তারা রাস্তা অবরোধ করে বসে পড়েন। আলোচনার মাধ্যমে তাদের সরিয়ে দিতে চেষ্টা করা হচ্ছে।
(দ্য রিপোর্ট/আরজেড/২২ অক্টোবর, ২০২১)