প্রথমবার জান্তা আদালতে সু চি
দ্য রিপোর্ট ডেস্ক: দীর্ঘ ৮ মাস গৃহবন্দি থাকার পর প্রথমবার জান্তা আদালতে সাক্ষ্য দিলেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাজধানী নেপিদোর সামরিক আদালতে সু চির শুনানি অনুষ্ঠিত হয়।
অং সান সু চি আদালতে নিজের বিরুদ্ধে আনা বিদ্রোহে উস্কানি দেয়ার অভিযোগ অস্বীকার করেন। শুনানিতে অন্য কাউকে সাক্ষী হিসেবে আনেননি সু চি। এ সময় আদালতে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকতে দেওয়া হয়নি। সু চির আইনজীবীদেরও সংবাদমাধ্যমে কথা বলার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
গত সপ্তাহে কোনো বিদেশি কূটনীতিক বা আন্তর্জাতিক সংস্থার কাছে সু চির বিরুদ্ধে করা মামলার তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা দেয় জান্তা সরকার। যে কারণে এ বিষয়ে বিস্তারিত জানায়নি সু চির আইনি দল। গেল পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর নাগরিকদের বিক্ষোভের আহ্বান জানিয়ে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি বিবৃতি দেয়ায় মামলা করে সামরিক জান্তা। অং সান সু চির বিরুদ্ধে ১১টি মামলা করা হয়।
মিয়ানমারের সংঘাত বন্ধ এবং জান্তা সরকার ও তার বিরোধীদের মধ্যে আলোচনা ছাড়া কোনো পথ নেই বলে মনে করছে জাতিসংঘ। এ ছাড়া সমস্যা সমাধানে কূটনৈতিকভাবে জোরালো পদক্ষেপ নিতে আসিয়ানের প্রতি আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২৭ অক্টোবর, ২০২১)