স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭ নথি গায়েব, থানায় জিডি
দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে ১৭টি নথি খোয়া গেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) কামরুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফাইল হারিয়ে যাওয়া নিয়ে বৃহস্পতিবার একটি জিডি হয়েছে। রোববার থেকে তদন্ত শুরু হবে।
মন্ত্রণালয়ের জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৭ অক্টোবর বুধবার অফিস করে নথিগুলো ফাইল কেবিনেটে রাখা হয়। পরদিন দুপুর ১২টায় কাজ করতে গিয়ে দেখা যায় ফাইলগুলো কেবিনেটের মধ্যে নেই।
জানা গেছে, খোয়া যাওয়া নথিগুলোর বেশিরভাগই স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন মেডিকেল কলেজ ও বিভাগের কেনাকাটা সম্পর্কিত।
(দ্য রিপোর্ট/আরজেড/৩০ অক্টোবর, ২০২১)