দ্য রিপোর্ট ডেস্ক: এবার বাংলাদেশ দলের অন্যতম ওপেনার লিটন দাসকে নিয়ে সমালোচনাকারীদের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। দেশের সোশ্যাল মিডিয়াজুড়ে লিটনকে নিয়ে ট্রলড হয়। ব্যঙ্গাত্মক মিমের ভরে যায় ফেসবুক। সেই রেশ দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচের আগেও। লিটন ক্যারিবীয়দের বিপক্ষে কত কম রানে আউট হতে পারেন তা নিয়ে চলেছে হাস্যরসাত্মক স্ট্যাটাস, মিম।

গতকাল দেশের কয়েকটি ই-কমার্সের ফেসবুক পেজ লিটনের রান সংখ্যার ওপরে ডিসকাউন্ট ঘোষণা দেয় তারা। এই ঘটনা ভালোভাবে গ্রহণ করতে পারেননি লিটন দাসের স্ত্রী সঞ্চিতা। নিজের সোশ্যাল সাইট অ্যাকাউন্টে তিনি এর প্রতিবাদ জানান।

সঞ্চিতা লিখেছেন, ‘ব্যাপারটা হলো, প্রতিবার কেউ ক্যাচ মিস করলে বা খারাপ স্কোর করলে সেট আসল সমস্যা নয়। কখনও কখনও সমস্যা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি বা তার নামের সঙ্গে হয়! মানুষের উপহাস বা মিম তৈরি করা দেখে আমাদের খারাপ লাগে না। কারণ আমরা ইতিমধ্যেই এটিতে অভ্যস্ত। কিন্তু যখন আমি দেখি যে, কিছু ব্যবসায়িক পেজ যারা তার (লিটন দাস) নাম ব্যবহার করে বা পরোক্ষভাবে তার খারাপ পারফরম্যান্সের জন্য প্রার্থনা করে তাদের ব্যবসা চালানোর চেষ্টা করছে; তখন আমি ভাষা হারিয়ে ফেলি! একবার ভাবুন, মানুষ এত শয়তান এবং নিচু মানসিকতার কীভাবে হয়! আপনি প্রার্থনা করছেন একজন খেলোয়াড় যেন আপনার ব্যবসায়িক কৌশলের জন্য ম্যাচে খারাপ স্কোর করুক! ছি: ছি: কি লজ্জার ব্যাপার!’

এবারের বিশ্বকাপের আসরে বাংলাদেশ ক্রিকেট দলে রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। দুদিন আগেই এক ফেসবুক পোস্টে নাম উল্লেখ না করে মাশরাফি বিন মুর্তজা এবং তামিম ইকবালের কঠোর সমালোচনা করেছেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এর জবাব দিয়েছেন মাশরাফির ভাই মোরসালিন মুর্তজা। এবার মাঠে নেমে গেলেন লিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। তিনিও দিলেন সমালোচকদের জবাব।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ অক্টোবর, ২০২১)