অ্যাসেজ- উত্তাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড
দ্য রিপোর্ট ডেস্ক: আগামী মাসে ইংল্যান্ডের মাঠে অ্যাসেজ উত্তাপ। সেই রণ প্রস্তুতি ইতোমধ্যে চলছে। অ্যাসেজ-এর সেই উত্তাপটা লেগেছে মরু শহর দুবাইয়ে। তবে এই উত্তাপটা যেনো একটু বেশিই লেগেছে ইংল্যান্ড ক্রিকেটারদের গায়ে।
হাওয়ায় উড়তে থাকা ইংল্যান্ড ১২৫/১০-এ অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে ৮ উইকেটের বিশাল জয় উদযাপন করেছে। নেট রান রেটের কথা মাথায় রেখে ৫০ বল হাতে রেখে বিশাল এই জয় পেয়েছে ইংল্যান্ড চিরশত্রুর বিপক্ষে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা এদিন ভাল হতে দেয়নি ইংল্যান্ড বোলাররা। ৫৭টি ডট বল প্রত্যাশিত স্কোরে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের।
ব্যাটিং পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার টুটি চেপে ধরেছে ইংল্যান্ডের দুই পেসার ওকস-জর্ডান। ব্যাটিং পাওয়ার প্লে-তে অস্ট্রেলিয়াকে আটকে ফেলেছে ইংল্যান্ড ২১/৩-এ। ব্যাটিং পাওয়ার প্লে-এর এই দুরাবস্থা ছিল ৭ম ওভারের প্রথম বল পর্যন্ত। স্কোরশিটে ২১ উঠতে ৪ ব্যাটার হারিয়েছে ইংল্যান্ড।
৫ম উইকেট জুটিতে ৩০এবং ৬ষ্ঠ উইকেট জুটির ৪৭ রানে ঘুরে দাঁড়ানোর সাহস পায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া অধিনায়ক ফিঞ্চ এক এন্ড ধরে রেখে দলকে টেনে নিয়েছেন। তবে ইনিংসটা শেষ করে আসতে পারেননি। ১৯তম ওভারে জর্ডানকে লং অফে ক্যাচ দিয়েছেন তিনি (৪৯ বলে ৪ চার এ ৪৪)।
শেষ ৩০ বলে ৫ উইকেট হারিয়েও ৫৮ রান যোগ করায় অস্ট্রেলিয়া স্কোরটা টেনে নিতে পেরেছে ১২৫/১০ পর্যন্ত।
পুরো ইনিংসে ৫টি ছক্কার ৫টিই মেরেছে অস্ট্রেলিয়া স্লগে। পেসার তায়মাল মিলসের শেষ ২ ওভারে খরচা হয়েছে ২৮ রান। প্রথম দুই স্পেল (১-০-২-১ ও ২-০-৫-১) দারুণ বোলিং করেও শেষ স্পেলে খেয়েছেন মার ওকস। দিয়েছেন ২০ রান।
তবে ইংল্যান্ড পেসারদের মধ্যে ব্যতিক্রম ছিলেন ক্রিস জর্ডান (৪-০-১৭-৩)! ১৯তম ওভারে ২ রান খরচায় ২উইকেট নিয়েছেন এই পেসার। মিতব্যয়ী বোলিং করেছেন অফ স্পিনার লিভিংস্টোন (৪-০-১৫-১) ও লেগ স্পিনার আদিল রশিদও (৪-০-১৯-১)।
১২৬ রানের লক্ষ্যটা পাড়ি দিয়েছে ঝটপট ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ১২৫ রানের টার্গেট পাড়ি দিয়েছিল তারা ৩৫ বল হাতে রেখে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৬ রানের টার্গেট একই ব্যবধানে (৮ উইকেট) জিতেছে ইংল্যান্ড, ৫০ বল হাতে রেখে।
ব্যাটিং পাওয়ার প্লে-তে ইংল্যান্ড ওপেনিং জুটির ৬৬ রান বড় জয়ের পথটা সুগম করেছে। টি-২০ ধামাকা ব্যাটিং প্রদর্শনীতে এদিন বাটলার ২৫ বলে ফিফটি, ৩২ বলে ৫ চার, ৫ ছক্কায়৭১ রানের হার না মানা ইনিংস দিয়েছেন উপহার।
১১তম ওভারে লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে বাটলার, বেয়ারস্ট মিলে মেরেছেন ৩টি ছক্কা। তাতেই টানা তৃতীয় জয়ে 'এ' গ্রুপ থেকে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার এটি প্রথম হার।
অস্ট্রেলিয়া : ১২৫/১০ (২০.০ ওভারে)
ইংল্যান্ড : ১২৬/২ (১১.৪ ওভারে)
ফল : ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : ক্রিস জর্ডান (ইংল্যান্ড)।
(দ্য রিপোর্ট/আরজেড/৩১ অক্টোবর, ২০২১)