ইসলামী ব্যাংকের সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ উদ্বোধন
দ্য রিপোর্ট প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা সপ্তাহ’ সোমবার (১ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারক খান।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহের আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া, জে কিউ এম হাবিবুল্লাহ, মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, ব্যাংকের চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী ও ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল এস এম রবিউল হাসানসহ ব্যাংকের বিভিন্ন উইং, ডিভিশন, জোন ও শাখাগুলোর প্রধানরা উপস্থিত ও ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত ছিলেন।
(দ্য রিপোর্ট/আরজেড/০১ নভেম্বর, ২০২১)