দ্য রিপোর্ট প্রতিবেদক: কুমিল্লার মনোহরগঞ্জে একুশে এক্সপ্রেস বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের বিপুলাসার ইউনিয়নের বিহড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সায়মুনা (২০), সেলিনা আক্তার (৪৫), তার স্বামী রহুল আমিন (৬৫)। নিহত ৩ জনই বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলার নাথের পেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর আহম্মেদ বলেন, একুশে এক্সপ্রেসের বাসটি হিমাচল এক্সপ্রেসের বাসকে ওভারটেক করার চেষ্টা করলে একুশে এক্সপ্রেসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা রুহুল আমিন ও সেলিনা বেগম নামের দম্পতি ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে সায়মুনা আক্তার নামের আরেক কলেজ ছাত্রীও মারা যায়। বাস ও আটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালক খোকন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ নভেম্বর, ২০২১)