দ্য রিপোর্ট প্রতিবেদক: নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলা ঘটনায় দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নোয়াখালীর সন্তান হিসেবে আমি নিজে লজ্জা পেয়েছি।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে নোয়াখালীর চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় স্থানীয় আওয়ামী লীগ সতর্ক থাকলে নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা কোনোভাবেই ঘটতো না বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ভোটের সময় হিন্দু সম্প্রদায়ের কাছে সবাই ভোট চাইতে যায়। কিন্তু তাদের ওপর হামলার সময় আওয়ামী লীগের মতো এত বড় রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা কেন নিশ্চুপ ছিল তার জবাব খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোট আসলে আমরা হিন্দুদের কাছে গিয়ে মায়াকান্না করি। কিন্তু তাদের বিপদে আমরা পাশে দাঁড়াতে পারিনি কেন? আমাদের এত বড় সংগঠন, এত কর্মীবাহিনী। আপনারা যদি কঠোরভাবে সতর্কতা অবলম্বন করতেন তাহলে প্রশাসনের দিকে তাকিয়ে হয় না। এটা আমাকে দুঃখ দিয়েছে। নোয়াখালীর সন্তান হিসেবে আমি নিজে লজ্জা পেয়েছি।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ নভেম্বর, ২০২১)