দ্য রিপোর্ট প্রতিবেদক: ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা বেড়ে যাওয়ায় নির্বাচন কমিশন বিব্রত। বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইউপি নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে একথা বলেন সিইসি। এ সময় নির্বাচনি সহিংসতা বেড়ে যাচ্ছে স্বীকার করে সহিংসতা প্রতিহত করতে কঠোর নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার।

সহিংসতা কমাতে প্রতিহিংসামূলক নির্বাচন না করার আহ্বান জানান তিনি। সহিংসতা হ্রাসে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কমিশন ব্যবস্থা নিয়েছে বলেও দাবি করেন সিইসি।

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, নির্বাচনি সহিংসতা কমাতে না পারলে মাঠ প্রশাসন এর দায় এড়াতে পারে না।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ নভেম্বর, ২০২১)