কপ২৬ পুরোপুরি ব্যর্থ : গ্রেটা থুনবার্গ
দ্য রিপোর্ট ডেস্ক: একদিকে চলছে ঐতিহাসিক জলবায়ু সম্মেলন কপ২৬, অন্যদিকে বিক্ষোভ। শুক্রবার স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ুবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের ডাকে ‘ফ্রাইডে ফর ফিউচার’ ব্যানারে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। সমবেতদের উদ্দেশে তিনি বলেন, মানুষের বুঝতে আর বাকি নেই যে, কপ২৬ পুরোপুরি ব্যর্থ হয়েছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় নিয়ে বিশ্বের প্রায় ২০০ দেশের রাষ্ট্র প্রধানদের অংশ গ্রহণে চলছে জলবায়ু সম্মেলন। ইতোমধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে বেশ কয়েকটি দেশ ইতিবাচক সিদ্ধান্ত নিলেও একে যথেষ্ট মনে করছেন না অনেকে। বিশেষ করে বিশ্বের অধিক কার্বন নির্গমন দেশের মধ্যে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখনো আশানুরূপ প্রতিশ্রুতি দেয়নি।
পরিস্থিতি যখন এমন, তখন গ্লাসগোতে বহু তরুণ-তরুণী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। পৃথিবীর সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে গ্লাসগোতে জড়ো হন তারা। সেখানে অংশ নেন গ্রেটা থুনবার্গও।
সমাবেশে গ্রেটা বলেন, এখন এই বিষয় আর গোপন নেই যে, কপ২৬ ব্যর্থ। এটা সত্য, যেভাবে আমরা সংকটে পড়েছি, সেভাবে এর সমাধান সম্ভব নয়। যত দ্রুত সম্ভভ বার্ষিক নির্গমন এমন মাত্রায় নামানো প্রয়োজন, যা আগে কখনও হয়নি।
পৃথিবী সত্যিই অপ্রত্যাশিতভাবে জ্বলছে। এসময় তিনি বিশ্ব নেতাদের কঠোর সমালোচনা করে বলেন, আমরা জানি আমাদের ক্ষমতাসীন নেতারা ‘নগ্ন’।
এদিকে ডাউনিং স্ট্রিট জানিয়েছে, এই সমাবেশে অংশ নিতে গিয়ে অনেক শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত ছিল।
(দ্য রিপোর্ট/আরজেড/০৬ নভেম্বর, ২০২১)